Wellcome to National Portal

সাইলো অধীক্ষকের কার্যালয়, আশুগঞ্জ সাইলো, ব্রাহ্মণবাড়িয়া এর তথ্য বাতায়নে স্বাগতম।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সামাজিক নিরাপত্তা

আশুগঞ্জ সাইলো, ব্রাহ্মণবাড়িয়া বর্তমানে সরকারি একটি গুরুত্বপূর্ন খাদ্য স্থাপনা ও খাদ্যশস্য সংরক্ষন, বিলি বিতরনের একটি প্রাণকেন্দ্র। মেঘনা নদীর অববাহিকায় ১৯৭১ সালে জার্মানী, সুইজারল্যান্ড ও সুইডেনের ইলেকট্রোমেকানিক্যাল মেশিনারীজ এবং সিভিল কন্সট্রাকশনের আওতায় ৫০,০০০.০০০ (পঞ্চাশ হাজার) মে.টন ধারনক্ষমতার এই গমের সাইলোটি সর্বমোট ৩৯ একর জায়গার উপর নির্মাণ করা হয়। এই সাইলোতে বর্তমানে ৮৪টি বিনে গম মজুদ রাখা হয়। সাইলোতে  গম সংরক্ষন খাদ্যের পুষ্টিগুন ও গমের গুনগত মান বজায় রেখে ০২ বছর পর্যন্ত সংরক্ষন করা যায়। উল্লেখ্য যে, বর্তমানে আশুগঞ্জ সাইলোতে সড়কপথে প্রতিদিন ৬০০.০০০ মেঃটন গম গ্রহণ, ৭৫০.০০০ মেঃটন গম বিতরণ এবং রেলপথে প্রতিদিন ৬০০.০০০ মেঃটন গম গ্রহণ করা সম্ভব। দীর্ঘ প্রায় ৪৮ বছর আশুগঞ্জ সাইলোর জেটি অকার্যকর হয়ে পড়ে থাকলেও আশুগঞ্জ সাইলোতে রেলপথ ও সড়কপথে চট্টগ্রাম সাইলো হতে গম পরিবাহিত হয়ে আসছে। বর্তমানে সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ কিশোরগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলায় আশুগঞ্জ সাইলো হতে সড়ক ও নৌপথে গম প্রেরন করা হয়ে থাকে। আশুগঞ্জ সাইলো দেশের জনগণের খাদ্য ঘাটতি পূরণে এবং দূর্যোগকালে দ্রুত খাদ্য সরবরাহে বিশেষ ভূমিকা পালন করে। বিশেষ করে জিআর, টিআর, কাবিখা, সরকারের আশ্রয়ণ প্রকল্প বিভিন্ন বাহিনী (পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি) এর গমের রেশন চাহিদা পুরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।